মুম্বই: ১ নভেম্বর মুক্তি পাচ্ছে দুই বিগ বাজেটের ছবি ‘সিংঘম এগেন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’। দিওয়ালির আগে এই দুই ছবির টক্কর নিয়ে বলিউডে উত্তেজনা তুঙ্গে। তবে মুক্তির আগে থেকেই সংঘাতের ইঙ্গিত দিচ্ছে দুটি ছবির মধ্যে কপিরাইট বিতর্ক। রবিবার মুক্তি পেয়েছিল ‘সিংঘম এগেন’-এর টাইটেল ট্র্যাক, কিন্তু সোমবার ইউটিউব থেকে সরিয়ে নেয়া হয় সেই গানটি। কারণ হিসেবে উঠে আসে ভুল ভুলাইয়া ৩ ছবির প্রযোজনা সংস্থা টি সিরিজের কপিরাইট দাবি। টি সিরিজের অভিযোগ, “সিংঘম এগেন”-এর টাইটেল ট্র্যাকে ব্যবহার করা হয়েছে ২০১১ সালের “সিংঘম” ছবির থিম সুর, যার মালিকানা তাদের।
সিংঘম এগেনের টাইটেল ট্র্যাক মুছে দিল ইউটিউব!
এই ঘটনায় নেটিজেনদের একাংশের দাবি, মুক্তির আগে বক্স অফিসে দ্বন্দ্ব বাড়াতে পরিকল্পিতভাবেই টি সিরিজ এমন পদক্ষেপ নিয়েছে। সারেগামার ইউটিউব চ্যানেলে পোস্ট হওয়া “সিংঘম এগেন”-এর গানটি সরিয়ে ফেলা হয়েছিল কপিরাইট স্ট্রাইকের কারণে। এরপর মঙ্গলবার এডিটেড ভার্সন আপলোড করে সেই থিমের অংশটি বাদ দিয়ে নতুনভাবে প্রকাশ করা হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে সারেগামা মিউজিকের এক মুখপাত্র জানিয়েছেন, “কপিরাইট ইস্যুটি মিটিয়ে ফেলা হয়েছে এবং টাইটেল ট্র্যাকের সংশোধিত সংস্করণ প্রকাশ করা হয়েছে।”
আরও পড়ুন: লরেন্স ভাইকে ভিডিওকলে ডাকলেন সলমনের প্রাক্তন প্রেমিকা
এই বিতর্কের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, টি সিরিজ ইচ্ছে করেই এ ধরনের কপিরাইট দাবি তুলেছে বক্স অফিসে দ্বন্দ্বকে আরও জোরালো করতে। এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন বাড়ছে এবং নেটিজেনরা বলছেন, মুক্তির আগে থেকেই দুই ছবির সংঘাত যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাচ্ছে।
ভুল ভুলাইয়া ৩ ছবিটি আনিস বাজমির পরিচালনায় ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়। বিদ্যা বালান, কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবিটি মুক্তির অপেক্ষায় দিন গুনছে। আগের দুটো ছবিই দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল, তাই এবারও ছবিটির ওপর প্রত্যাশা তুঙ্গে।
অন্যদিকে, রোহিত শেট্টির “সিংঘম এগেন” ছবিতে দেখা যাবে বলিউডের একাধিক বড় নামকে। অজয় দেবগন, করিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুরের মতো তারকারা রোহিতের কপ ইউনিভার্সে রামায়ণের গল্পের মিশ্রণে হাজির হবেন। ফলে, দীপাবলির এই মরশুমে বলিউডের দুই বিগ বাজেট ছবি “ভুল ভুলাইয়া ৩” ও “সিংঘম এগেন”-এর মধ্যে সংঘাতের মাত্রা নতুন মাত্রায় পৌঁছাতে চলেছে।
দেখুন আরও খবর: