skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollঅরিন্দম শীলের পাশে দাঁড়ালেন না বোন দেবলীনাও
Arindam Sil

অরিন্দম শীলের পাশে দাঁড়ালেন না বোন দেবলীনাও

মাঝ রাতে হোটেলে ঘনিষ্ঠ হতে চেয়েছিল এক অভিনেতা, জানালেন অভিনেত্রী

Follow Us :

কলকাতা: যৌন হেনস্তার অভিযোগ উঠেছে টলিউডের পরিচালক অরিন্দম শীলের (Arindam Shil) বিরুদ্ধে। এবার মুখ খুললেন অরিন্দমের তুতো বোন দেবলীনা দত্ত (Debleena Dutta)। একটি সংবাদমাধ্যমকে দেবলীনা জানিয়েছেন, সহকর্মীদের থেকে অরিন্দমদার বহু অভিযোগ শুনেছি। গত বেশ কয়েক বছর ধরে শুনে এসেছি। তার মধ্যে বেশ কিছু অভিযোগ আমি ব্যক্তিগতভাবে নিজে শুনেছি। সেগুলো প্রকাশ্যেই আসেনি। আমি এতদিন এই বিষয়ে কিছু বলিনি। আসলে মানুষটাতো সম্পর্কে আমার দাদা। আমার কাছে সম্মানের ছিলেন। তিনি সম্মান হারিয়েছেন। রাগের থেকেও বেশি দুঃখ হচ্ছে। আমি ও মা দুজনেই খুব আহত। একবারই একটা অভিযোগ নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু, অরিন্দমদা বলেছিলেন তাঁকে ফাঁসানো হচ্ছে। পুরো ঘটনাই মিথ্যা। তাই আমি একটু সংশয়ে ছিলাম। কিন্তু তারপর থেকে একাধিক অভিযোগ শুনেছি। একই মানুষের বিরুদ্ধে একইরকম অভিযোগ তো বারবার উঠতে পারে না।

তবে দেবলীনা বলেন, আমি নিজেও একটি অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। ২০০৫ সালের ঘটনা। বাংলা ইন্ডাস্ট্রির একদল মানুষ নিউইয়র্কে গিয়েছিলেন। সবে এক আকাশের নীচে শেষ হয়েছে। বাংলার এক জাতীয় স্তরের বিখ্যাত অভিনেতাও গিয়েছিলেন। আমার মাও গিয়েছিলেন। হোটেলে একদিন সেই তারকার ঘরে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। ভুলবশত আমার মা গায়ের শালটা ওর ঘরে ফেলে আসেন। রাত ১২টার সময় আমাকে ফোন করেন সেই তারকা। ঘর থেকে শালটা নিয়ে যেতে বলেন। ডেকে পাঠানোর ইঙ্গিত না বুঝেই ওঁর ঘরে যায়। আমি শালটা আনতে গেলেই তিনি ঘরের দরজা বন্ধ করে দেয়। মদ্যপ অবস্থায় আমার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। আমি দরজা খুলতে যায়। সেই তারকা তখন নিজেই আমাকে প্রশ্ন করেছিলেন, তুই কি চলে যেতে চাস? আমার সম্মতি নেই দেখে তিনি যেতে দেন। এই একটিই কারণে আমি তাঁর নাম প্রকাশ্যে আনতে চায় না। পরে তিনি কখনও খারাপ আচরণ করেননি আমার সঙ্গে।

আরও পড়ুন: বাংলাদেশে হিরো আলমের উপর হামলা

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular