ঐশ্বর্যা রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) ঘিরে বিতর্ক যেন থামতেই চায় না। সম্প্রতি তাঁর ভ্রাতৃবধূ শ্রীমা রাইয়ের একটি পোস্ট ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে। শ্রীমার শেয়ার করা একটি ছবিতে তাঁর স্বামী আদিত্য রাই, সন্তান ও শাশুড়ি বৃন্দা রাইকে দেখা গেলেও অনুপস্থিত ছিলেন ঐশ্বর্যা ও তাঁর মেয়ে আরাধ্যা। এই ছবি দেখে ঐশ্বর্যার অনুরাগীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তাঁদের দাবি, শ্রীমা কি ইচ্ছাকৃতভাবে ঐশ্বর্যাকে এড়িয়ে চলছেন? শ্রীমার পোস্টের মন্তব্য বিভাগে এই নিয়ে প্রশ্নের ঝড় ওঠে।
ঐশ্বর্যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ!
শ্রীমা অবশ্য চুপ থাকেননি। তিনি পাল্টা জবাবে বলেন, “ঐশ্বর্যার সমাজমাধ্যমের পাতায় গিয়ে দেখুন। সেখানে শুধুই তাঁর ও মেয়ের ছবি রয়েছে। আমাদের ছবি কোথাও দেখেছেন?” এই মন্তব্যের পর থেকেই জল্পনা আরও তীব্র হয়। পরে আর একটি পোস্টে শ্রীমা ঐশ্বর্যার ননদ শ্বেতা বচ্চন এবং ননদাই নিখিল নন্দাকে ধন্যবাদ জানান। অনেকে মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে শ্রীমা ইঙ্গিত দিয়েছেন যে, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট ভালো, কিন্তু ঐশ্বর্যার সঙ্গে নয়।
আরও পড়ুন: আসছে জয়-লোপামুদ্রার সুরের এক্সপ্রেস
ঐশ্বর্যার ভক্তরা কিন্তু শ্রীমার এই বক্তব্য মেনে নিতে পারেননি। তাঁদের পাল্টা দাবি, বচ্চন পরিবারের অনেক ছবিতে শ্রীমাকে দেখা গেছে ঐশ্বর্যার পাশে। অনেকে এটাও বলেছেন, ঐশ্বর্যার কারণে শ্রীমা পরিচিতি পেয়েছেন। যদিও শ্রীমা এই দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি পাল্টা পোস্টে নিজের কৃতিত্বের কথা তুলে ধরেন।
নিজের সাফাইয়ে শ্রীমা জানান, তিনি একজন সফল ব্লগার। ২০০৯ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর দীর্ঘদিন ব্যাঙ্কে চাকরি করেছেন। ২০১৭ সাল থেকে তিনি ব্লগিং শুরু করেন। নিজের সাফল্যের পেছনে তিনি কারও নাম ব্যবহার করেননি বলে স্পষ্ট জানান। তিনি আরও বলেন, তাঁর শাশুড়ি বৃন্দা রাই এবং স্বামী আদিত্য রাই তাঁর কাজকে সম্মান করেন।
সবশেষে শ্রীমা বলেন, “একজন মা হিসেবে বিষয়টি পরিষ্কার করাটা আমার কর্তব্য মনে হয়েছে।” তবে ঐশ্বর্যা বা বচ্চন পরিবারের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ভ্রাতৃবধূর সঙ্গে সম্পর্কের এই তিক্ততা যে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।
দেখুন আরও খবর: