হায়দরাবাদ: তেলঙ্গানায় (Telangana) বিআরএসের (BRS) ভাঙন অব্যাহত। বিধানসভা ভোটের আগেই তেলঙ্গানায় ধারাবাহিক ভাঙন শুরু হয়েছিল সেসময়ের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (K Chandrashekhar Rao) দল ভারত রাষ্ট্র সমিতিতে। বিধানসভা ভোটে হার ও লোকসভা ভোটে নিশ্চিহ্ন হওয়ার পর সেই প্রবণতা অব্যাহত। বিআরএসের ছজন বিধান পরিষদ সদস্য কংগ্রেসে যোগ দিলেন। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ও এআইসিসি পর্যবেক্ষক দীপা দাশমুন্সির উপস্থিতিতে শুক্রবার কংগ্রেসে যোগ দেন তাঁরা। এর ফলে ৪০ সদস্যের বিধান পরিষদে বিআরএসের সদস্য সংখ্যা ২৫ থেকে কমে হল ১৯। কংগ্রেসের চার থেকে বেড়ে হল ১০।
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, জম্মু কাশ্মীরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। পশ্চিমবঙ্গেও একটা সময় বিধান পরিষদ ছিল। সাতের দশকে যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় এসে তার অবলুপ্তি ঘটায়। গত নভেম্বরে ১১৯ আসনের তেলঙ্গানা বিধানসভা ভোটে ৬৪ আসন নিয়ে জিতে ক্ষমতা দখল করে কংগ্রেস।
আরও পড়ুন: দেশ আগে, দল দ্বিতীয়, বললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার
আরও খবর দেখুন