কলকাতা: বিয়ের পর প্রথম কালীপুজো (Kali Puja 2024)। কথা ছিল আড়ম্বরহীন ভাবেই কাটাবেন। আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতে দুর্গাপুজোটাও ছিমছাম কাটিয়ে ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। বিজ্ঞাপনী ভিডিও ছাড়া কোনওরকম আড়ম্বরমূলক পোস্ট দেখা যায়নি তাঁর সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: সুনিধি-শ্রেয়া যুগলবন্দি
কালীপুজোর উদ্বোধনে সোহিনীর ভিডিও দেখেই রে রে করে উঠল নেটনাগরিকদের একাংশ। এদিন ফিতে কেটে পুজোর উদ্বোধন করার পর অনুরাগীদের আবদার মেনে সেলফি তোলেন অভিনেত্রী। সেই ভিডিও রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঁচাছোলা ভাষায় সমালোচনার শিকার সোহিনী।
View this post on Instagram
নেটিজেনরা কী বলছেন?
একজন লিখছেন।‘আপনার না অশৌচ চলছিল?’ কারও আবার মন্তব্য, ‘আপনার থেকে এটা একেবারেই প্রত্যাশা করিনি।’ এহেন নানান কটুক্তি শোনা গেল ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সে।
দেখুন আরও খবর: