মুম্বই: বলিউড সরগরম সোনাক্ষীর বিয়ে নিয়ে। সাত বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং জাহির ইকবাল (Iqbal’s wedding)। আগামী ২৩ জুন তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন। সেই কারণেই আলোয় সেজে উঠেছে শত্রুঘ্ন সিনহার বাড়ি ‘রামায়ণ’। শুক্রবার রাতেই হয়ে গেল সোনাক্ষী-জাহিরের জমজমাট মেহেন্দি অনুষ্ঠান। সোনাক্ষীর হাতে ফুটে উঠল জাহিরের নাম। প্রকাশ্যে এসেছে সেই সব ছবি।
সোনাক্ষী-জাহিরের (Sonakshi Sinha-Zaheer Iqbal’s wedding) মেহেন্দি সেরেমানিতে হবু দম্পতির ঘনিষ্ঠ বন্ধু স্যোশাল মিডিয়ায় সোনাক্ষী-জাহিরের মেহেন্দি লুক প্রকাশ্যে এনেছেন। বন্ধুদের সঙ্গে জমিয়ে পোজ দিলেন সোনাক্ষী-জাহির। দুজনেরই দেখা মিলল সাবেকি সাজে। সাদার উপর লাল প্রিন্টেট শর্ট কুর্তা এবং সাদা প্যান্টে দেখা গেল সোনাক্ষীর হবু বরকে। অভিনেত্রীর পরনে সোনালি জরির কাজ করা মেরুণ ঘেঁসা লাল পোশাক। এক কাঁধে ওড়না। মুম্বইয়ে এক পাঁচতারা হোটেলেই হবে সব বিয়ের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, ফ্যাশন ডিজাইনার আবু জানিরে সারারা পোশাকেই সেজে উঠবেন সোনাক্ষী। আর অন্যদিকে, মণীশ মালহোত্রার গলাবন্ধ কুর্তায় দেখা যাবে জাহির ইকবালকে।
View this post on Instagram
আরও পড়ুন: সাহসী ফটোশ্যুট সঙ্ঘশ্রীর
সোনাক্ষী ও জাহিরের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা বৃহস্পতিবার ঘরোয়া প্রি-ওয়েডিং পার্টি সেরেছেন। জানা গিয়েছে, জাহিরের বাড়িতে ২৩ তারিখ দুপুরে আইনি বিয়ে সারবেন তাঁরা। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৬ অনুসারে হবে সেই বিয়ে। জানা যায়, সাত বছর ধরে প্রেম করছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। ২০২২ সালে ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সোনাক্ষী ও জহির।
অন্য খবর দেখুন