মুম্বই: ৭ বছর চুটিয়ে প্রেমের পর, ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinhas) ও জাহির ইকবাল (Zaheer Iqbal)। ভিন ধর্মে বিয়ে করা নিয়ে কম বিতর্ক হয় নি। নিন্দকদের পাত্তা দেননি সোনাক্ষী। বিয়ের বয়স মাত্র কয়েকটা দিন। এর মধ্যেই নবদম্পতিকে নিয়ে শুরু নতুন গুঞ্জন। বিয়ের কয়েকদিন পরেই হাসপাতালে দেখা যায় সোনাক্ষী-জাহিরকে, যার ফলে জল্পনা শুরু হয় যে সোনাক্ষী অন্তঃসত্ত্বা! অন্তঃসত্ত্বা হওয়ার জন্যই নাকি তড়িঘড়ি বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী। নিজের প্রেগন্যান্সি (Pregnancy) নিয়ে মুখ খুললেন সোনাক্ষী (Sonakshion Pregnancy)।
আরও পড়ুন: বেবি বাম্প আগলে মেটারনিটি শ্যুট দীপিকার
প্রেগন্যান্ট হওয়ার জন্যই নাকি তড়িঘড়ি বিয়েটা সেরে ফেলেছেন অভিনেত্রী। বি টাউনের অন্দরে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। এই নিয়ে বিশদে জানিয়েছেন সোনাক্ষী। সম্প্রতি ‘কাকুদা’ ছবির প্রচারে ব্যস্ত সোনাক্ষী। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সোনাক্ষী বলেন, বিয়ের পর তেমন কিছু বদলে যায়নি। অনুভূতিটা আগের মতোই রয়েছে। আমি খুশি যে বিয়ের আগে আমার যে জীবন ছিল, এখনও একইরকম আছে। আর কাজে ফিরতে পেরে আমি খুব খুশি। অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, একমাত্র পরিবর্তন হল আমি এখন হাসপাতালে যেতে পারি না। কারণ হাসপাতালে গেলেই লোকেরা মনে করে আমি গর্ভবতী’।
অন্য খবর দেখুন