নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বক্তব্য সহ মিউজিক ভিডিও (Music Video) গ্র্যামি অ্যাওয়ার্ডের (Grammy Award) জন্য মনোনীত হল। এই গানে স্বাস্থ্য পরিষেবায় সুবিধার কথা বলা আছে। স্বাস্থ্যকর খাবারের প্রচারে সরকারের উদ্যোগের কথা বলা আছে। এই বছর জুন মাসে ওই গান মুক্তি পায়। গানের নাম অ্যাবান্ডান্স ইন মিলেটস (Abundance in Millets)।
এই গানে রয়েছেন ভারত মার্কিন গ্র্যামি জয়ী গায়ক ফালু (Falu) ওরফে ফাল্গুনি শাহ। এবং তাঁর স্বামী গায়ক গৌরব শাহ। ফালু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সঙ্গে একটি গান রচনা করেছেন।
আরও পড়ুন: গাজায় মৃত্যু সংখ্যা ১১ হাজার ছাড়াল
গতবছর ফালু দিল্লিতে (Delhi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন। মোদি বলেছিলেন ক্ষুধা দূরীকরণ নিয়ে গান লেখা উচিত। তখনই ফালু প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন তিনি যদি তাঁদের জন্য একটি গান লেখেন।
আরও খবর দেখুন