রাঁচি: ঝাড়খণ্ডকে (Jharkhand) লুটছে সোরেন সরকার, বিজেপি এই দুর্নীতি বরদাস্ত করবে না, রবিবার জনসভা থেকে এইভাবে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । ঝাড়খণ্ডে অবৈধ খনির কেলেঙ্কারির কথা উল্লেখ করে, প্রধানমন্ত্রী রাজ্যে বিপুল পরিমাণ নগদ পুনরুদ্ধারের কথা বলেন। মোদি বলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) এবং কংগ্রেস জোট জনগণকে লুটে নেবে।
ঝাড়খণ্ডের বোকারোর জনসভা থেকে ম্যারাথন আক্রমণ করে মোদি বলে্ন, ঝাড়খণ্ডকে লুটছে সোরেন সরকার। আমি আপনাদের নিশ্চিত করছি, আমাদের সরকার গঠন হলে, দুর্নীতিবাজদের কঠোর শাস্তির জন্য আমরা আদালতের দ্বারস্থ হব। এই টাকা আপনাদের প্রাপ্য। ন্যায্যভাবে যে অর্থ আপনার আছে তা আপনার সুবিধা এবং আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য ব্যবহার করা হবে। এই সভা থেকেই সোনিয়া গান্ধী এবং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর নেতৃত্বে কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন বিগত সরকারকেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে গুলির লড়াই, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আহত ২ জওয়ান
২০০৪ থেকে ২০২৪ পর্যন্ত, কংগ্রেস সরকার এক দশক ধরে ঝাড়খণ্ডে ৮০,০০০ কোটি টাকা বরাদ্দ করতেও লড়াই করেছিল৷ কিন্তু ২০১৪ এর পরে, আপনার সমর্থনে, আমরা গত দশ বছরে ঝাড়খণ্ডে তিন লক্ষ কোটি টাকার বেশি প্রদান করেছি। মোদি বিজেপি-এনডিএ-এর প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে বলেন, “আমরা ঝাড়খণ্ড তৈরি করেছি, এবং আমরা এই রাজ্যের উন্নয়ন করব। যারা এই রাজ্য তৈরির বিরুদ্ধে ছিল তারা কখনই এর উন্নয়নের জন্য কাজ করবে না।”
বোকারো জনসভা থেকে নিট প্রশ্নপত্র ফাঁস থেকে নিয়োগ মাফিয়া বলে কটাক্ষ করেন। মোদি বলেন, ঝাড়খণ্ডে আমাদের আরও একটি লক্ষ্য আছে। জেএমএম-কংগ্রেস দ্বারা সৃষ্ট পেপার লিক মাফিয়া এবং নিয়োগ মাফিয়া, যারা যুবকদের ভবিষ্যত নিয়ে খেলা করেছিল, তাদের প্রত্যেককে খুঁজে বের করে জেলে পাঠানো হবে। আমি তাদের পরিকল্পনা শেষ করে দেব।উল্লেখ্য, ঝাড়খণ্ডে নির্বাচন হবে আগামী ১৩ এবং ২০ নভেম্বর। ভোট দুটি ধাপে অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর গণনা।
দেখুন অন্য খবর: