
বাঁকুড়া: ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ। ইতিমধ্যে প্রচারে ঝড় তুলছে প্রার্থীরা। সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ট্রেনে চেপে ভোট প্রচার সারলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ট্রেনে মশাগ্রাম যাওয়ার পথে প্রচার (Election Campaign) করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। ঝালমুড়ি খেতে খেতে শুনলেন ট্রেন যাত্রীদের কথা। এদিন হালকা মেজাজে ধরা দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ (Soumitra Khan Campaign Train Sonamukhi)। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে প্রচারের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সব দলই। ব্যস্ততম এই দিনে ভোট প্রচারে ব্যস্ত বিষ্ণুপুর লোকসভা বিজেপি প্রার্থী ও সিপিআইএম প্রার্থী।
আরও পড়ুন: বিজেপির গোষ্ঠীকোন্দল চরমে উঠল তুফানগঞ্জে
সোনামুখী রেল স্টেশন থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ট্রেনে চেপে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খান। কথা বললেন ট্রেন যাত্রীদের সঙ্গে। প্রত্যেকের কাছে হাতজোড় করে চাইলেন ভোট। পাশাপাশি ট্রেনে চেপে ঝাল মুড়ি খেতেও দেখা যায় বিজেপি প্রার্থী সৌমিত্র খাকে। সৌমিত্র খানের সঙ্গে ছিল সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ব্যস্ততম দিনেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রচারের ঝড় তুললেন বিজেপি প্রার্থী। সোমবার প্রচারের ফাঁকে সৌমিত্র বলেন, ট্রেনের টিকিট কেটে বাঁকুড়া থেকে সোনামুখী বিধায়কের সঙ্গে সফর একটা আলাদা অনুভূতি। সাধারণ মানুষ বলেছে মোদি গ্যারেন্টি। তাঁর দাবি, মোদিজি গ্যারেন্টি দিয়েছিলেন মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত পৌঁছবে ট্রেন। সেই কথা তিনি রেখেছেন। আগামী পাঁচ বছরে বাঁকুড়ার রেল পরিষেবা নিয়ে আরও পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। প্রচারে উন্নয়নকে হাতিয়ার করল সৌমিত্র।
অন্য খবর দেখুন