কলকাতা: শীতের মরসুমে বিছানায় অন্তরঙ্গ মুহূর্তে সৌরভ-দর্শনা। বলার অপেক্ষা রাখেনা বাইরে ঠান্ডা হলে ঘরের ভেতর উষ্ণতা ছড়ালেন পর্দার মন্টু পাইলট। টলিউডের অন্যতম পাওয়ার কাপল সৌরভ দাস ও দর্শনা বণিক। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানা মুহূর্তের শেয়ার করেন তাঁরা। এবার নিজের বিশেষ মুহূর্তের ছবি অনুরাগীদের জন্য শেয়ার করলেন। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি।
আরও পড়ুন: প্রকাশ পেল ‘বিনোদিনী – একটি নটীর উপাখ্যান’ ছবির ট্রেলার
দাম্পত্য জীবনের এক বছর পার করে ফেলেছেন সৌরভ-দর্শনা। সম্প্রতি নিজেদের অন্তরঙ্গ ছবি তলে ধরেছেন সৌরভ। নতুন বছরে শীতের সকালে বিছানায় আদরে মাখামাখি সৌরভ-দর্শনার। কম্বলের তলায় শুয়ে হাসি মুখে পোজ দিলেন দুজনে। কখনও দর্শনার কাঁধে মাথা রেখে ঘুমন্ত সৌরভ, আবার কখনও আলতো করে লেপট বুকের কাছে টানছেন দর্শনা। আবার নতুন গাড়ি কিনেছেন সৌরভ। বাবা- মা- বোন ও দর্শনাকে সঙ্গে নিয়ে পুজোও দিয়েছেন অভিনেতা। পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলি নিজেই সামনে আনলেন। ভিডিওতে দেখা গিয়েছে সৌরভ নতুন গাড়ির গেট খুলে দিচ্ছেন মার জন্য। খুশিতে চোখে জল এসে গিয়েছে সৌরভের মায়ের ক্যাপশনে লিখেছেন, ‘যেভাবে আমার নিজের মানুষদের সঙ্গে ২০২৫ শুরু হয়েছে…।’
অন্য খবর দেখুন
