কলকাতা: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর (Brand Ambassador) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly), ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit 2023) মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এ কথা জানানো মাত্রই বিশ্ববাংলা কনভেনশন সেন্টার করতালিতে ফেটে পড়ে। মুখ্যমন্ত্রীর আগে ভাষণ দিতে উঠে সৌরভ বাংলার এবং মমতার উচ্ছ্বসিত প্রশংসা করেন।
এতদিন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। গত মার্চ মাসে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তৃণমূলের অভিনেতা সাংসদ দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেন মমতা৷ তার ছয়মাসের মধ্যেই এবার সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চেই তিনি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভের হাতে সংশ্লিষ্ট কাগজপত্র তুলে দেন। সামনেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসব। সেখানে শাহরুখের থাকার কথা। তার আগেই বাদশাকে সরিয়ে দাদাকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা নিয়ে নানা চর্চা শুরু হয়ে গিয়েছে। কোনও কোনও মহল থেকে এমনও প্রশ্ন তোলা হচ্ছে, তবে কি সৌরভকে আগামী লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী করতে চলেছে? তারই কি প্রস্তুতি সৌরভকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা?
আরও পড়ুন: এমএসএইতে ১ কোটি ৩০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ রাজ্যে, দাবি মমতার
সম্প্রতি তৃণমূলের সঙ্গে সৌরভের ঘনিষ্ঠতা বেড়েছে। গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লগ্নি টানতে স্পেনে গিয়েছিলেন। সৌরভও লন্ডন থেকে স্পেনে উড়ে গিয়েছিলেন মমতার সফরসঙ্গী হতে। স্পেনে গিয়ে বেহালার ছেলে সৌরভ মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করবেন বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীর সামনে। তখনই জানা গেল, দাদাও একজন শিল্পপতি। এদিন মমতা বলেন, বাংলার নতুন প্রজন্মের জন্য সৌরভ খুব ভালো কাজ করবে। আমি কোনও না শুনতে চাই না। সব কিছু পজেটিভ দিক দিয়ে ভাবতে হবে। মমতার ঘোষণা তিনি মাথা পেতে নেন।
এদিন তার আগে মঞ্চে সৌরভ মমতাকে প্রশংসায় ভরিয়ে দেন। তিনি বলেন, উনি এত ব্যস্ত থাকেন। অথচ আমাকে টিভিতে দেখলেই এসএমএস করেন। আমি এসএমএস করলে এক মিনিটে জবাব দেন। পাশাপাশি সৌরভ শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগ করারও আহ্বান জানান। তিনি বলেন, বাংলা বিনিয়োগের আদর্শ জায়গা। আপনারা আসুন। এখানে বিনিয়োগ করুন।
আরও অন্য খবর দেখুন