কলকাতা: আরজি কর-কাণ্ডের (RG Kar Hospital Incident) প্রতিবাদে বিচার চেয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে শামিল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangopadhyay)। প্রতিবাদে পথে নামলেন ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Gangopadhyay)। বুধবার বিকেলে দীক্ষামঞ্জুরী থেকে ছাত্রীদের নিয়ে বেহালা ব্লাইন্ড স্কুল পর্যন্ত পদযাত্রা করেন ডোনা। আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে ও দোষীদের শাস্তির দাবিও তুললেন ডোনা। এই ঘটনার প্রতিবাদে পথে নামতে চেয়েছিলেন সৌরভ। কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। পদযাত্রায় না থাকলেও মিছিল পরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঝড় উঠছে রাজ্যের কোনায় কোনায়। ডাক্তারদের কর্মবিরতি থেকে মহিলাদের রাত দখল কর্মসূচী চলছে রাজ্যে। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন সেলেব থেকে আমজনতা সকলেই। সেই প্রতিবাদে শামিল হলেন সৌরভ-ডোনা গঙ্গোপাধ্যায়। বুধবার দুটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু তাঁকে অবস্থান বিক্ষোভ বা মিছিলে যোগ দেওয়ার অনুমতি দেয়নি প্রশাসন।মিছিলে না হাঁটলেও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিলেন সৌরভ। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান তিনি।
আরও পড়ুন: আরজি করের প্রতিবাদের পথে ডোনা গঙ্গোপাধ্যায়
এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই পথে নামেন ডোনা সহ দীক্ষামঞ্জুরীর ছাত্রছাত্রীরা। সঙ্গে ছিলেন তাঁর কন্যা সানাও। প্রতিবাদ মিছিলে ডোনা, সানা সহ সকলে কালো পোশাক পরেছিলেন। পদযাত্রা থেকে আরজি কর-কাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের শাস্তির দাবিও তুললেন তাঁরা। ডোনা বলেন, ‘‘আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে। আমাদের নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে। সানা বলেন, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে বিচারের দাবিতে। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।
অন্য খবর দেখুন