skip to content
Wednesday, January 22, 2025
HomeScrollফাইনালের কয়েক ঘণ্টা আগে আমন্ত্রণ পেলেন সৌরভ

ফাইনালের কয়েক ঘণ্টা আগে আমন্ত্রণ পেলেন সৌরভ

ধারাভাষ্যকার হিসেবে এমনিতেই মাঠে যাবেন সৌরভ

Follow Us :

আমেদাবাদ: বিশ্বকাপ ফাইনালের (World Cup final) আগের দিন অর্থাৎ আজ শনিবার সকালে কলকাতা টিভি’র যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) ফাইনালে আমন্ত্রণ জানানো হয়নি। আর এই খবর প্রকাশিত হওয়ার অল্প কিছুক্ষণ পরেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হল। তাও কখন? ম্যাচ শুরুর মাত্র ২২ ঘণ্টা আগে। হ্যাঁ, মাত্র ২২ ঘণ্টা আগে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়। এমনকী যথাযোগ্য সম্মান জানানো হবে বলেও জানা গিয়েছে।

তাহলে প্রশ্ন, কলকাতা টিভি খবর করার পরই টনক নড়ল বিসিসিআই-এর? যদিও এই প্রশ্নের অনেকেই বিরোধিতা করতে পারেন। বলা হতেই পারে, ঠিক সময়েই সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হতো। তাহলে আবারও প্রশ্ন, মাত্র ২২ ঘণ্টা আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্রকে কি আমন্ত্রণ জানানো যায়? যাই হোক এই বিতর্ক চলবেই।

আরও পড়ুন: শামির গ্রামে ক্রিকেট স্টেডিয়াম বানাবে যোগী সরকার

বলাবাহুল্য, সৌরভ গঙ্গোপাধ্যায় গড়াপেটা কেলেঙ্কারির অন্ধকারময় অধ্যায় থেকে বের করে আলোর পথে নিয়ে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটকে। ২০০৩ বিশ্বকাপে রানার্স আপ দলের অধিনায়ক, এক বছর আগেও বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন তিনি। এহেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এরকম ঘটনা কি সত্যি অভিপ্রেত? এই প্রশ্নটা উঠেই গেল। তবে আইসিসির আমন্ত্রণে স্টার স্পোর্টস-এর ধারাভাষ্যকার হিসেবে এমনিতেই মাঠে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular