বালুরঘাট: পাটের গোডাউনের পাশ থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) তপন থানার (Tapan PS) উত্তর বজরপুকুর আশ্রমমোড় এলাকায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, নয়াবাজার এলাকার বাসিন্দা সুশান্ত সিংহর বজরাপুকুর আশ্রমমোড় এলাকায় রয়েছে পাটের গোডাউন। প্রতিদিনের মতো রবিবার রাতেও গোডাউন বন্ধ করে বাড়ি যান সুশান্তবাবু। সোমবার সকালে তাঁর গোডাউনের সামনে একটি তাজা বোমা দেখতে পান স্থানীয়রা। যার জেরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর ও তপন থানার পুলিশ। পুলিশ বোমাটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। কে বা কারা বোমা রেখেছে তা নিয়ে ধন্দে স্থানীয়রা।
আরও পড়ুন: আমেরিকায় ফের ভারতীয়ের মৃত্যু
আরও খবর দেখুন