কলকাতা: কালীঘাটে জমজমাট ভাইফোঁটা (BhaiPhota)। দিদির ফোঁটা নিলেন শোভন (Sovan Chatterjee)-বৈশাখী, ফিরহাদ থেকে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতারা। বুধবার সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে হাজির দলের নেতারা। প্রতি বছরের মতো এ বছরেও মমতার বাড়িতে ভাইফোঁটায় আয়োজনের করা হয়েছিল। অন্যান্য বছরের চেনা মুখরা যেমন ছিলেন তেমনই ছিলেন কিছু নতুন মুখও। চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে থেকে ফোঁটা নিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একদম বাঙালি ধুতি-পাঞ্জাবিতে মমতার বাড়িতে হাজির হন ফিরহাদ। ফোঁটা নিলেন দিদির প্রিয় কাননও। এদিন তাঁর সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও ছিলেন অরূপ বিশ্বাস, জাভেদ খান, ডেরেক ও’ব্রায়েন থেকে শুরু করে সুব্রত বক্সি, নির্মল মাঝিরা।
বর্তমানে রাজনৈতিক আঙিনা থেকে অনেকটা দূরে রয়েছেন এককালের দাপুটে তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল ছেড়ে বিজেপি গিয়েছিলেন শোভন। বিজেপি ছাড়ার পর থেকেও মমতার সম্পর্কে সবসময়েই ভাল কথা শোনা গিয়েছে শোভনের গলায়। এদিন কিন্তু বুধবার কানন ধরা দিল চেনা রাজনৈতিক সত্ত্বা নিয়ে। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ফোঁটা নিয়ে বেরিয়ে শোভন বললেন, আজ ভীষণ আবেগের দিন। মমতাদির প্রতি শ্রদ্ধার দিন। মমতাদির আমার প্রতি যে অন্তরের ভালবাসা ও টান রয়েছে, তার কোনও বিকল্প হয় না। এটা উপলব্ধি করি। পাশাপাশি নাম না বিরোধীদের উদ্দেশেও বার্তা দিয়ে রাখলেন তিনি। কেউ কেউ নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মমতার বদনাম করছে। দিদির বিরুদ্ধে পরিকল্পিত ভাবে চক্রান্ত করা হচ্ছে। আমি ও আমার মতো হাজার হাজার বাংলার মানুষ কলিজা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করব।
আরও পড়ুন: কলেজের হস্টেলে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
এদিন তাঁর বক্তব্য স্পষ্ট যে ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চান শোভন। তবে এবার ভাইফোঁটায় কী উপহার পেলেন শোভন? তা নিয়ে তিনি বলেন, সব সময় মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতা থাকলে সব কিছু সম্ভব। দিদির ভালোবাসাই পাওয়া সব থেকে বড় পাও না।
আরও অন্য খবর দেখুন