কলকাতা: সুখেন্দুশেখরের ছেড়ে যাওয়া পদে বসতে চলেছে শোভনদেব। জাগো বাংলার হাল ধরার জন্য দলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sovandeb Chattopadhyay) বেছে নিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জাগো বাংলার (Jago Bangla) সম্পাদক হচ্ছেন তিনি। এখন তিনি রাজ্যের কৃষিমন্ত্রী ও বিধানসভার পরিষদীয়মন্ত্রীও। এবার এইসবের সঙ্গেই বাড়তি দায়িত্ব মিলল।
আরও পড়ুন: নির্যাতিতা ডাক্তারের বাড়িতে সিবিআইয়ের ৫ সদস্য
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আজ থেকেই সম্পাদকের নাম পরিবর্তন করা হচ্ছে। সেখানে দেখা যাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম। আগামীকাল বুধবার তিনি দফতরে গিয়ে সম্পাদকের দায়িত্ব বুঝে নেবেন। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘দল আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে আমি তা পালন করার চেষ্টা করেছি। এবারও তাই করব।
অন্য খবর দেখুন