কলকাতা: আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। মঙ্গলবার বিধানসভায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerje) জানান, ২৫ তারিখ বিধানসভার শীতকালীন অধিবেশন হবে। এবারের অধিবেশনে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। ১০-১১ দিন অধিবেশন চলবে বলে মনে করা হচ্ছে। বিজনেস অ্যাডভাইজ়রি কমিটিতে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন: আজ থেকে শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, স্কুলগুলিকে চিঠি দিল পর্ষদ
পুজোর আগে এক দিনের অধিবেশন ডেকে অপরাজিতা বিল পাশ করিয়েছে রাজ্য সরকার। এই বিলের প্রসঙ্গে তিনি বলেন, অপরাজিতা বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে রাজ্যপাল আমাদের জানিয়েছেন। কিন্তু বিল পাস হয় বিধানসভা সেটা আমরা পাঠাই রাজ্যপালের কাছে কিন্তু তার কি ভবিষ্যৎ আমরা জানতে পারি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা হওয়া বাঞ্ছনীয় নয়। স্পিকার সম্মেলনে আমি বলেছি ইডি সিবিআই যখন তখন বিধায়কদের ডেকে পাঠায় তদন্তের নামে। তাদের বিব্রত করা হয়। আমার বক্তব্য ছিল কাউকে সিবিআই তদন্তের জন্য ডেকে পাঠাতেই পারে। কিন্তু আগামী জানালে পরে অসুবিধা কোথায়। স্পিকার সম্মেলনে আমি এই প্রশ্নই তুলেছি। নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দেশ জুড়েই এই ধরনের ঘটনা ক্রমশ বাড়ছে। সকলে একযোগে প্রতিবাদে সরব হওয়া উচিত।
অন্য খবর দেখুন