কলকাতা: সশরীরেই আদালতে হাজির করাতে হবে সন্দীপ ঘোষ (Sandip Ghosh) সহ চারজনকে। সিবিআইয়ের ‘ভার্চুয়াল হাজিরা’র আবেদন খারিজ সিবিআইয়ের বিশেষ আদালতে। সন্দীপ ঘোষ-সহ চার জনকে সশরীরে আদালতে হাজির করাতে হবে, নির্দেশ আদালতের। সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে নিজাম প্যালেস থেকে ভার্চুয়াল শুনানিতে পেশ করাতে চেয়েছিল সিবিআই। সূত্রের খবর, প্রথমে মৌখিক ভাবে এবং পরে লিখিত ভাবে আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারক
আরও পড়ুন: রেলের গাফিলতিতে প্রাণ হারালেন এক ব্যক্তি
আরজি কর কাণ্ডে সন্দীপের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এর মধ্যে কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে দেয়। তার পর দীর্ঘ ১৬ দিন দিন ধরে সিবিআই জেরা করে সন্দীপকে। ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তের দায়িত্ব পায় সিবিআই। সেই মামলাতেই সন্দীপকে গ্রেফতার করা হয় ২ সেপ্টেম্বর। শুধু সন্দীপ একা নন, এই মামলায় আরও তিন জনকে গ্রেফতার করে সিবিআই। উল্লেখ, গত ৩ সেপ্টেম্বর যখন সন্দীপকে আদালতে হাজির করেছিল সিবিআই। সেই সময় সন্দীপকে আদালত থেকে বার করার সময়েই শুরু হয় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ‘চোর চোর’ স্লোগান তুলে সন্দীপের দিকে এগিয়ে যায়। সেই সময়েই কোনও এক জন সন্দীপের মাথায় পিছন থেকে চাঁটি মারেন বলেও অভিযোগ। কোনও রকমে সন্দীপকে গাড়িতে তোলেন সিবিআই আধিকারিকেরা। সেই কথা ভেবে সিবিআই ভার্চুয়ালি আদালতে হাজিরার আবেদন করে ছিল। কিন্তু সেই আবেন খারিজ করে দেয় বিচারক। আদালত নির্দেশ দেয়, হাজিরার সময় ‘পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। গোটা বিষয়টি একজন ডিসিপি পদমর্যাদার অফিসার তদারকি করবেন।
অন্য খবর দেখুন