নয়াদিল্লি: ভারতকে বিশ্বের পর্যটন হাব (Tourism Hub) করতে বাজেটে (Budget) বিশেষ জোর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মঙ্গলবার বাজেট পেশে দেখা যায়, পর্যটন সংক্রান্ত অধিকাংশ প্রকল্পই যেতে চলেছে বিহারে। নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির, নালন্দাকে।
এদিন বাজেটে এছাড়া স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনায় ছাড় দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ক্ষুদ্র ও মাঝারি শল্পে জোর। করা হবে ঋণের ব্যবস্থা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি দেওয়া হবে। দেশের পূর্ব দিকের চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, বিহারের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। তৈরি হবে কলকাতা অমৃতসর বাণিজ্য সড়ক। অসম, হিমাচলপ্রদেশকে বন্যাখাতে সাহায্য করা হবে। সাহায্য করা হবে উত্তরাখণ্ড ও সিকিমকে। পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র। পরিকাঠামো উন্নয়নের জন্য ১১.১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকা ভরতের জিডিপির ৩.৪ শতাংশ।
আরও পড়ুন: বাজেটে কৃষি খাতে বরাদ্দ ১.৫২ লক্ষ কোটি টাকা
আরও খবর দেখুন