জয়জ্যোতি ঘোষ
কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটারদের অলরাউন্ড পারফরম্যান্স। হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ফাইনালে কেকেআর। ক্রমেই স্বপ্ন দেখতে শুরু করেছেন নাইট অনুরাগীরা। ১০ বছর পর কি আবার আইপিএল চ্যাম্পিয়ন হবে কেকেআর? সেটা অবশ্যই সময় বলবে। এদিনের ম্যাচ জয়ের কারণগুলো ঠিক কী-
১। মিচেল স্টার্কের আগুন বোলিং। প্রথম থেকেই নিজের সেরা ছন্দে ধরা দিলেন এই অজি বোলার। তুলে নেন ৩ উইকেট। তারমধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ ট্রেভিস হেডের উইকেট।
২। কোনও না কোনওভাবে ম্যাচে নিজের অবদান রাখেন আন্দ্রে রাসেল। এদিনও সেটার ব্যতিক্রম হল না। ফিল্ডার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আন্দ্রে রাসেল। অভিষেক শর্মার দুর্দান্ত ক্যাচ নেন। একইসঙ্গে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দুরন্ত ফিল্ডিংয়ে রান আউট করেন জমে যাওয়া রাহুল ত্রিপাঠিকে।
৩। বরুণ চক্রবর্তীর অনবদ্য স্পেল। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে হেনরিক ক্লাসেনকে প্যাভিলিয়নের রাস্তা দেখানো। ক্লাসেনকে সেই সময় না ফেরালে ম্যাচের রঙ অন্যরকমও হতে পারত। তাঁর বোলিং ফিগার ৪-২৬-২।
৪। পাওয়ার প্লের সঠিক ব্যবহার। পাওয়ার প্লে তে হায়দরাবাদ যেখানে ৪৫/৪, সেখানে কেকেআর ৬৩/১। সল্টের অভাব কিছুটা হলেও মেটাতে সক্ষম গুরবাজ।
৫। বেঙ্কটেশ আয়ারের অনবদ্য ফর্ম! ২৮ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন এই ব্যাটার।
৬। ছোট টার্গেট দিয়ে বারবার ক্যাচ মিস হায়দরাবাদ ফিল্ডারদের। শ্রেয়স আয়ারের দুটো ক্যাচ মিসের পর হায়দরাবাদের জন্য এই ম্যাচে আর কিছু অবশিষ্ট ছিল না। সুযোগের সদ্ব্যবহার করে কেকেআর ক্যাপটেনও নিজের অর্ধশতরান পূরণ করেন।
অন্য খবর দেখতে ক্লিক করুন: