জয়জ্যোতি ঘোষ
একসময় ক্রিকেটীয় কেরিয়ারের একেবারে তলানিতে ছিলেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইউনিস খান। ব্যাটে রান নেই। কোনও কিছুই যেন ঠিকঠাক চলছিল না। তাঁর নিজের মনে হচ্ছিল ক্রিকেট থেকে এবার অবসর নিয়ে নেবেন। ফর্মহীনতার অস্থিরতা গ্রাস করছিল ইউনিস খানকে। সেই সময়ে রাহুল দ্রাবিড়ের দ্বারস্থ হন এই পাকিস্তানি ব্যাটার। সবুজ গালিচায় ভারত-পাকিস্তানের মধ্যে যতই প্রবল দ্বৈরথ থাকুক, দুই দেশের ক্রিকেটারদের মধ্যে বন্ধুত্ব যে সবসময় অটুট সেটা কারওই অজানা নয়।
২০০৪-এর বার্মিংহাম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন রাহুল দ্রাবিড়ের কাছে ৫ মিনিটের জন্য সময় চান ইউনিস। সেইসময় ইউনুস জুনিয়র ক্রিকেটার হলেও তাঁকে উপেক্ষা করেননি দ্য ওয়াল। নিজে সময় বের করে ইউনিসের হোটেলের দরজায় নক করেন রাহুল দ্রাবিড়। ইউনিসকে নিজের ব্যাটিং স্টান্স পরিবর্তন করার পরামর্শ দেন। এক-দুটো সূক্ষ্ম টেকনিক বদলের কথা বলেন মিস্টার ডিপেনডেবল। আর তাতেই বাজিমাৎ! হারিয়ে যাওয়া ফর্ম ফিরে পেলেন ইউনিস খান। ব্যাটে রানও এলো। ক্রমেই তিনি হয়ে উঠলেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার। ক্রিকেটীয় কেরিয়ারে তাঁর সাফল্যের জন্য দ্রাবিড়কে ধন্যবাদ জানাতে কখনও ভোলেন না প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইউনিস খান।
উল্লেখ্য, টেস্ট কেরিয়ারে ১০,০৯৯ রান করেন ইউনিস খান। ৩৪টি শতরান এবং ৩৩টি অর্ধশতরান। একদিনের ক্রিকেটে ইউনিস খানের রানসংখ্যা ৭,২৪৯। অবাক লাগলেও এটাই সত্যি যে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইউনিস খানের সাফল্যের পিছনে রয়েছে এক ভারতীয় কিংবদন্তির অবদান!
অন্য খবর দেখতে ক্লিক করুন: