কলকাতা: নড়েচড়ে বসল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরজি কর কাণ্ডের পর শহরে মহিলাদের সুরক্ষার বিষয় নিয়ে আরও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সে কারণে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে। বলা হয়েছে, অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করতে হবে। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযোজনীয় পদক্ষেপ করতে হবে। এলাকায় এলাকায় পুলিশের টহলদারি বাড়াতে হবে। যেখানে সিসি ক্যামেরা নেই এমন জায়গা চিহ্নিত করে পর্যাপ্ত ক্যামেরার ব্যবস্থা করতে হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের তরফে ১৫ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিতকরণ। সশরীরে পুলিশের নজরদারি বৃদ্ধি। সরকারি হাসপাতাল, হোম, মহিলা হস্টেলে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা। মহিলাদের নিরাপত্তা ইস্যুতে সচেতনতার বার্তা। মহিলা পুলিশদের হাসপাতাল, মেডিক্যাল কলেজ পরিদর্শন। প্রয়োজনীয় হেল্পলাইন নম্বর সরবরাহ। মহিলাদের সঙ্গে অপরাধ হতে পারে এমন এলাকা দ্রুত চিহ্নিত করতে হবে।।সেই এলাকায় মহিলা নিরাপত্তা নিয়ে কোনও খামতি বরদাস্ত করা হবে না। পুলিস শৃঙ্খলাবদ্ধ ফোর্স। তারা আইন ভাঙ্গলে বরদাস্ত নয়। পুলিসের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে ‘জিরো টলারেন্স’। যে সমস্ত জায়গায় নজরদারি নেই সেখানে আরও বেশি ক্যামেরা ইনস্টল করতে হবে। সরকারি হাসপাতাল, ছাত্রী বাসে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। মহিলা স্কুল, কলেজ পড়ুয়া চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে পুলিস। তাদের কোনও সমস্যা হলেই ব্যবস্থা নেবে থানা। সমস্ত থানার ওসিদের নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, ভিলেজ পুলিশদের এই ঘটনা নিয়ে কড়া বার্তা দেওয়া হয়।
আরও পড়ুন: স্বামী, স্ত্রী ও পাঁচ বছরের শিশুকন্যার দেহ উদ্ধার
আরও খবর দেখুন