কলকাতা: দুই সন্তানকে নিয়ে এত দিন বিদেশেই ছিলেন। পাকাপাকিভাবে ভারতে আবার ফিরবেন কি না তা এখনই বলা যাচ্ছে না। কথা হচ্ছে অভিনেত্রী অনুষ্কা শর্মার। তবে তিনি নিজের পোস্টে যে ইঙ্গিত দিলেন তাতে বোঝা যাচ্ছে, তিনি খুব তাড়াতাড়ি দেশে আসতে পারেন।
আরও পড়ুন: যৌনাঙ্গে ইঁদুর! আরজি কর কাণ্ডে বিস্ফোরক শাস্তির দাবি শ্রাবন্তীর
২০১৮ সালে তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল। তার পর চাকদাহ এক্সপ্রেসে অভিনয়ের কাজ শুরু করেছিলেন অনুষ্কা। তবে সেই কাজ শেষ হয়েছে কি না বলা মুশকিল। এই সিনেমা বাংলার পেসার ঝুলন গোস্বামীর বায়োপিক। বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপ শেষে গিয়েছিলেন সেখানে। তবে ছেলে অকায় ও মেয়ে ভামিকাকে নিয়ে আপাতত লন্ডনেই রয়েছে অনুষ্কা শর্মা। বিদেশের অলিগলিতে মাঝে মাঝেই ফ্রেমবন্দি হয়েছেন তারকা জুটি। অনেক দিন হয়ে গেল নায়িকার কোনও ছবি মুক্তিও পায়নি। তবে আশা পাওয়া গেল নায়িকার ইনস্টাগ্রামের স্টোরিতে। সেখানে একটি পোস্ট ভাগ করে নিয়েছেন তিনি। সম্প্রতি একটি বিজ্ঞাপন ভাগ করে নিয়েছেন অনুষ্কা। যেখানে বলা হয়েছে, যিনি বিজয়ী হবেন তিনি সুযোগ পাবেন অনুষ্কার সঙ্গে দেখা করার। তবে সেটা ভার্চুয়াল না সামনাসামনি দেখা করবেন সে কথা বলা হয়নি। এই বিজ্ঞাপনটি দেখে অনেকেই আন্দাজ করেছেন খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন অভিনেত্রী।
অন্য খবর দেখুন