ওয়েব ডেক্স: ভ্যালেন্টাইন ডে (Valentines Day 2025) এলেই প্রেমিক-প্রেমিকারা খুঁজতে থাকেন একান্তে সময় কাটানোর জায়গা। কিন্তু প্রেম তো শুধু দুজনের ব্যাপার নয়, পরিবার-পরিজনও যে ভালোবাসার অংশ! তাই যারা একা যেতে চান, তাদের জন্যও পারফেক্ট আর যারা পরিবার নিয়ে রোম্যান্সের বাহানা খোঁজেন, তাদের জন্যও আদর্শ নৈহাটির গোয়ালাপাড়া পার্ক! গঙ্গার ধারে সবুজে ঘেরা এই পার্ক এখন প্রেমিক-প্রেমিকাদের আড্ডা মারার নতুন ঠিকানা। তবে শুধু কাপলরা নন, ফ্যামিলির সবাই মিলে গেলে প্রেম করার সুযোগ বাড়তেই পারে!
নৈহাটি রেল স্টেশন থেকে মাত্র দু’কিলোমিটার দূরত্বে অবস্থিত এই পার্ক এখন ভ্যালেন্টাইন মাসে জমজমাট। বিকেলের পর থেকেই প্রেমের হাওয়া বইতে শুরু করে। কেউ ব্যস্ত সেলফি তোলায়, কেউ বা একে অপরের হাত ধরে গঙ্গার হাওয়ায় ডুবে যান ভালোবাসার মোহে। আর যারা প্রেমে নতুন, তারা পার্কের নির্জন কোণ খুঁজতে ব্যস্ত! তবে প্রেম থাকলেও পকেটের দিকে নজর রাখা দরকার, কারণ এখন প্রেমেও বাজেট কাট লাগতে পারে!
আরও পড়ুন: প্রেম নিবেদনে কাঁটা মূল্যবৃদ্ধি! গোলাপের দাম শুনে মাথায় হাত প্রেমিকদের
শুধু প্রেমিক-প্রেমিকাই নয়, পার্কের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ছুটে আসছেন পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষেরাও। গঙ্গার তীরে বসে সূর্যাস্ত দেখা কিংবা পার্কের ভেতর থাকা দোলনা, স্লাইডে বাচ্চাদের খেলতে দেওয়া—সব মিলিয়ে দারুণ সময় কাটানোর জায়গা। যারা প্রেম করতে এসে হুট করেই পরিবারের সামনে পড়ে যান, তাদের জন্যও পার্কের একাধিক কোণ রক্ষা কবচ হতে পারে!
পার্কের মধ্যে রয়েছে নানা রকম মডেল ও মূর্তি, যা প্রেমিক-প্রেমিকাদের ফটোশুটের জন্য আদর্শ ব্যাকগ্রাউন্ড। অনেকে বলেন, ভালোবাসা প্রকাশের জন্য দারুণ জায়গা এই গোয়ালাপাড়া পার্ক, তবে প্রেম করার সময় একটু চোখ-কান খোলা রাখা দরকার, কারণ পাশ দিয়ে যাওয়া আন্টি-আঙ্কেলদের চোখ রাডারের চেয়েও শক্তিশালী!
তাই যারা প্রেমের জন্য একটু নিরিবিলি জায়গা খুঁজছেন বা পরিবার নিয়ে সময় কাটানোর মুডে আছেন, তাদের জন্য নৈহাটির এই পার্ক একেবারে পারফেক্ট। ভালোবাসার মাসে প্রেমের প্ল্যান করে ফেলুন, তবে মনে রাখবেন—পার্কের বেঞ্চের পাশাপাশি ভালোবাসার আসনও আগে থেকেই বুক করে নেওয়া ভালো, নয়তো জায়গা দখল পেতে মুশকিল!
দেখুন আরও খবর: