
নয়াদিল্লি: বছর শেষ হয়ে আর পাঁচ দিন পরেই শুরু নতুন বছরের। শেষ হতে চলেছে একটি বছরের জার্নির (Journey)। ভ্রমণ পিপাসুরা প্রতি বছরই নতুন জায়গা খোঁজেন। ভারতের বিভিন্ন শহরের ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। কোনও শহর ধর্মীয় কারণে, কোনওটা ইতিহাসের কারণে, কোনওটি বা সংস্কৃতির কারণে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। একেকটি নগর বসতি একেক কারণে মন কেড়ে নেয়। যার জন্য ছুটে যান কাশ্মীর থেকে কন্যাকুমারীর বাসিন্দারা। ভিন দেশ থেকেও পর্যটকরা (Tourists) ছুটে আসেন। শেষ হতে চলা ২০২৪ সালে সব থেকে বেশি আকর্ষণ করল নবাবের শহর হায়দরাবাদ (Hyderabad)। হোটেল বুকিংয়ের নিরিখে এই তথ্যের হিসেব করা হয়েছে। তবে ভারতের শহর ভ্রমণের ক্ষেত্রে খুব গুরুত্ব পেয়েছে আধ্যাত্মিকতা। এর জন্য পুরী, বারাণসী, হরিদ্বার দর্শক টেনেছে সব থেকে বেশি। এমনকী গোবর্ধন ও দেউঘরের মতো ছোট শহরগুলির জনপ্রিয়তাও বাড়ছে।
এই সংক্রান্ত ওয়োর ট্রাভেলপেডিয়া ২০২৪-র রিপোর্ট অনুযায়ী, নবাবের শহর হায়দরাবাদ ‘টেক জায়ান্ট’ হিসেবে উঠে আসছে। ২০২৪ সালে সব থেকে বেশি ‘বুকড’ হওয়া শহর। এরপরেই রয়েছে বেঙ্গালুরু। চতুর্থ স্থানে রয়েছে দিল্লি, কলকাতা। রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ উত্তরপ্রদেশে ভ্রমণ করেছেন। আধ্যাত্মিকতা ও সংস্কৃতির জন্য ভারত চিরকাল পরিচিত। ওই রিপোর্টে উঠে এসেছে, ভারতীয়দের ভ্রমণের জায়গা বাছাইয়ে পরিবর্তন হচ্ছে। ভারতে ভ্রমণের চালচিত্রে বড় জায়গা করে নিচ্ছে ‘লেজার ট্যুরিজম’, ছোট শহরকে আবিষ্কারের নেশা। ছোট শহরগুলিতে ভ্রমণের সংখ্যা বাড়ছে। পাটনা, রাজামুন্দ্রি, হুবলি বুকিংয়ের নিরিখে অনেক এগিয়ে রয়েছে। এই শহরগুলিতে ৪৮ শতাংশ বুকিং বেড়েছে। জয়পুরে অনেকে আগ্রহী হয়েছেন। পছন্দের তালিকায় রয়েছে গোয়া, মাইসোর, পণ্ডীচেরি। কিন্তু, সেই তুলনায় পিছিয়ে রয়েছে মুম্বই।
আরও পড়ুন: ভুয়ো মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেফতার হতে পারেন, আশঙ্কা কেজরিওয়ালের
দেখুন অন্য খবর: