কলকাতা: টলি-বলি জুড়ে এখন শুধুই বিয়ের মরসুম। এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে টেলি অভিনেত্রী শ্রীপর্ণা রায় (Sriparna Ray)। চলতি মাসের ৩০ তারিখ বিয়ে তাঁর। হাতে বাকি আর মাত্র দুই সপ্তাহ। জোরকদমে চলছে প্রস্তুতি। তার মধ্যে চলছে শুটিংও। এদিকে ‘গাঁটছড়া’-র সেটেই আইবুড়োভাত খেয়েছেন অভিনেত্রী শ্রীপর্ণা।
তবে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন অভিনেত্রী? এই নিয়ে কিন্তু কানাঘুষোর শোনা যাচ্ছে। তাঁর অনুরাগীদের মধ্যেও কিন্তু কৌতূহলের শেষ নেই। জানা গিয়েছে, ২৫ তারিখ থেকে ছুটি নিয়েছেন। মধুচন্দ্রিমায় অভিনেত্রীর যাওয়ার পরিকল্পনা রয়েছে, ভিয়েতনাম আর তাইল্যান্ডে।
আরও পড়ুন: গুঞ্জন নয়, ‘শিখরে’র সঙ্গে প্রেম জমে ক্ষীর ‘জাহ্নবীর’
এদিকে শ্রীপর্ণার আইবুড়োভাত পর্বের ভিডিও শেয়ার করেছেন অভিনেতা রিয়াজ। সেখানেই দেখা গেল, শ্রীমার মায়ের হাতে তৈরি আসনে বসে রয়েছেন শ্রীপর্ণা। তাঁর সামনে মাটির থালা, বাটিতে সাজানো নানারকম পদ। ভাত, পোলাও, পাঁচরকম ভাজা, পনির, মাছ…কী নেই পাতে! গাঁটছড়ার সদস্যরাই একেকজন একেকরকম পদ রান্না করে এনেছিলেন।
অন্য খবর দেখুন: