কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মতো অবশেষে উচ্চ প্রাথমিকের (Upper Primary) প্যানেল (Panel) প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। বুধবার ওয়েবসাইটে প্যানেল ভুক্ত মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করা হয়েছে। কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে বলে আগেই জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই মতো দ্রুত তা শুরু হবে বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে। কলকাতা টিভিই প্রথম জানিয়েছিল যে, ১৪ হাজার ৫২ নয়, নানাবিধ কারণে প্রায় ১০০ জন বাদ দিয়ে প্যানেল প্রকাশ করবে এসএসসি। কলকাতা টিভির খবরেই শিলমোহর দিল এসএসসি। আজ যে প্যানেল প্রকাশিত হয়েছে সেখানে ১৩৯৫৯ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। ৯৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এরমধ্যে তালিকাভুক্ত রইছে ৮৯৪৫ জন চাকরিপ্রার্থী। আর ওয়েটিং লিস্টে রয়েছে ৫০১৪।
চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২৫ সেপ্টেম্বরের মধ্যে আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া শুরুর ডেডলাইন ছিল কলকাতা হাইকোর্টের। গত ২৮ অগাস্ট ৪ সপ্তাহের ডেডলাইন স্থির করেছিল আদালত। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল, আগামী বুধবার প্যানেল প্রকাশ করা হবে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে জলপাইগুড়ির চিকিৎসককে তলব সিবিআইয়ের
উল্লেখ্য, ২০১৬ সালে প্রথম এসএলএসটি হয়েছিল। এখনও নিয়োগ পাননি যোগ্যরা। দ্রুত নিয়োগের দাবিতে এদিনই রাস্তায় নামেন চাকরিপ্রার্থীরা। আর এদিনই প্যানেল প্রকাশের দিন ঘোষণা করা হল। হাইকোর্টের নির্দেশ থাকার পরও কেন এখনও প্যানেল প্রকাশ করা হচ্ছে না সে দাবিকে সামনে রেখেই এদিন পথে নামেন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের বক্তব্য, আদালত ২৮ নভেম্বরের মধ্যে ১৪০৫২ জন প্রার্থীর নিয়োগ নিশ্চিত করার নির্দেশ দেয়। তারপরেও এসএসসির সক্রিয়তা নজরে আসছিল না।
আরও খবর দেখুন