নয়াদিল্লি: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) সুপ্রিম কোর্টে (Supreme Court) অযোগ্যদের প্রাথমিক তালিকা জমা দিল এসএসসি (SSC)। জানা গিয়েছে, নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্ৰুপ-সি ও গ্ৰুপ-ডি— চারটি বিভাগে মিলিয়ে মোট ১২১২ জন নিয়ম বহির্ভূত ভাবে চাকরি পেয়েছেন। শীর্ষ আদালতে এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছে, যারা নিয়ম বহির্ভূত ভাবে চাকরি পেয়েছেন অর্থাৎ তালিকায় থাকা ১২১২ জনের কারও নাম এসএসসি সুপারিশ করেনি। আগামী ৬ অগাস্ট মামলার শুনানি।
নিয়োগ দুর্নীতি মামলায় অতিরিক্ত শূন্যপদ তৈরি করে নিয়োগ করা হয়েছে, এমন অভিযোগও উঠেছে। ২৬ হাজার চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্থগিত চাকরি বাতিল। তবে সব পক্ষের লিখিত বক্তব্য জানতে চেয়েছিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে জমা দেওয়া লিখিত বক্তব্যে জানাল মধ্যশিক্ষা পর্ষদ।
শীর্ষ আদালতে এসএসসি জানায়, গ্ৰুপ-সি বিভাগে ৩৮১ জন বেআইনি ভাবে নিয়োগ পেয়েছেন। এর মধ্যে মেধাতালিকায় যোগ্যদের বঞ্চিত করে চাকরি পেয়েছেন ১৩২ জন। ২৪৯ জন চাকরি পেয়েছেন প্যানেলের বাইরে থেকে। গ্ৰুপ-ডি কর্মী নিয়োগে অনিয়ম করে চাকরি পেয়েছেন ৬০৮ জন। এর প্যানেলে নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছেন ৩৭১ জন।
আরও পড়ুন: পরের বারও এনডিএ সরকার হবে কেন্দ্রে, আগাম দাবি অমিত শাহের
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে ২৬ হাজার চাকরি বাতিল মামলায় এসএসসি চাকরিতে নেই কোনও ‘যোগ্য-অযোগ্য’। ২৫৮৪৪ চাকরিই যোগ্য, কোনও অনিয়ম নেই। এসএসসি-বোর্ড চাকরি ধরে ধরে স্ক্রুটিনির পর উঠে এসেছে এই তথ্য। সুপ্রিম কোর্টে রিপোর্ট দিয়ে এমনই জানাল মধ্যশিক্ষা পর্ষদ। ৩ অগাস্ট যুক্তি দিয়ে অবস্থান স্পষ্ট করে দিল WBBSE। OMR বিকৃতি নিয়ে কোনও তথ্য জানাল না বোর্ড।
অন্য খবর দেখুন