কলকাতা: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে দেওয়া ট্যাবের টাকা নিয়ে ইতিমধ্যে জলঘোলা হয়েছে রাজ্যে। আর এবার এই ট্যাবের টাকা নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার রবীন্দ্র সদনে মনোজ মিত্রকে শেষ শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার পুরো বিষয়টির তদন্ত করছে। কোন কোন হ্যাকার এই কাজ করেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে। সেই অনুযায়ী প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।” একইসঙ্গে তিনি কড়া ভাষায় বলেন, “আগামী দিনে যারা এই অসাধু কাজের সঙ্গে যুক্ত হবেন তারা কেউ ছাড় পাবে না।”
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নতুন নীতিতে বদলে যাবে বাংলার ভাগ্য?
মুর্শিদাবাদের ঘটনার প্রসঙ্গ উঠতে জামতারা গ্যাংয়ের প্রসঙ্গ তুলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “যেভাবে রাজ্য সরকারি স্কিমের টাকা বিহারের অ্যাকাউন্টে চলে গেছে, তাতে এর সঙ্গে জামতারা গ্যাংয়ের কোনও যোগাযোগ রয়েছে কিনা, পুলিশ ও প্রশাসন সেটি খতিয়ে দেখছে।” একইসঙ্গে তিনি আগামী দিনে এই ধরণের কেলেঙ্কারি আটকানোর প্রসঙ্গে বলেন, “ভবিষ্যতে টাকা গায়েবের ঘটনা রুখতে এনআইসি একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করছে যা পোর্টালে দেওয়া থাকবে।” তবে যে বা যারা টাকা হাতানোর ঘটনা ঘটিয়েছে, তারা কেউ ছাড় পাবে না বলে স্পষ্ট করে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
দেখুন আরও খবর: