কলকাতা: আগামী ২৭ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তবে পুলিশের কাছে কোনও অনুমতি না নিয়েই এই অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে রাজ্য়ের অভিযোগ। এবা তা আটকাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে ওই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
কর্মসূচি বাতিলের আবেদন জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে।
বৃহস্পতিবার আদালতে রাজ্যের তরফে জানানো হয়, সমাজমাধ্যমে একটি সংগঠন আগামী রবিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ওই কর্মসূচিতে বিরোধী রাজনৈতিক দলগুলি শামিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: সন্দীপ-সহ ৬ জনের পলিগ্রাফি টেস্টের অনুমতি আদালতের