কলকাতা: বাংলার ভাগ্য বদলে দিতে এক বড়সড় পদক্ষেপ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কারণ, এবার খাস কলকাতার সেমিকন্ডাক্টার কারখানা তৈরি হবে। আর এই বিষয়ে এক বিশেষ নীতি প্রণয়নের উদ্যোগ নিচ্ছে রাজ্য। সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আগেই এই নীতির রূপরেখা চূড়ান্ত করা হবে। এই সম্মেলনে সেমিকন্ডাক্টর নীতি তুলে ধরার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর দফতর থেকে সবুজ সংকেত পাওয়া গিয়েছে। সেই অনুযায়ী তথ্যপ্রযুক্তি দফতর এই বিশেষ নীতি প্রণয়নের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বণিকসভা সংক্রান্ত এক অনুষ্ঠানে রাজ্যের এক কর্মকর্তা জানিয়েছেন, শীঘ্রই এই নীতির একটি খসড়া প্রকাশ করা হবে, যেখানে সংশ্লিষ্ট মহল তাঁদের মতামত জানাতে পারবে। সেই সব মতামতের ভিত্তিতে চূড়ান্ত নীতি প্রকাশিত হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: কমছে বাঁকুড়া থেকে হাওড়ার দূরত্ব! নভেম্বরেই এই নতুন রুটে ট্রেন চালাবে পূর্ব রেল
সম্প্রতি, ‘কোয়াড’ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের পর কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনের ঘোষণা হয়। এই বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকের পর, প্রধানমন্ত্রীর সচিবালয় জানিয়েছিল যে, বিনিয়োগের বিষয়ে বহুজাতিক সংস্থা গ্লোবাল ফাউন্ডরিজ আগ্রহ দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন যে, রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি দফতর এবং ওয়েবেল বিভিন্ন সেমিকন্ডাক্টর সংস্থার সঙ্গে আগে থেকেই যোগাযোগ রাখছিল। তাই রাজ্যের বুকে গ্লোবাল ফাউন্ডরিজের মতো সংস্থার বিনিয়োগের আগ্রহ রাজ্যের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজ্য সরকার। গ্লোবাল ফাউন্ডরিজ ছাড়াও শাওমি, মাইক্রনের মতো অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে বলে শোনা যাচ্ছে। আন্তর্জাতিক স্তরের একটি সংস্থার বিনিয়োগ রাজ্যে আন্তর্জাতিক শিল্পমহলের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজ্যের শিল্প এবং কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রেও এটি এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
দেখুন আরও খবর: