তমলুক: শুভেন্দু অধিকারীর গড়ে এবার গ্রেফতার হলেন বিজেপির রাজ্য সম্পাদক। টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকার দুর্নীতি করার অভিযোগ রয়েছে বিজেপি নেতা নবারুণ নায়েকের নামে। যে বিজেপি বারংবার দুর্নীতির ইস্যুতে রাজ্যের শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা করেছে, সেই বিজেপির অন্দরেই এবার মোটা অঙ্কের দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। সেই অভিযোগে গতকাল গ্রেফতার হয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক এবং তাঁর স্ত্রী। আজ তাঁকে নিয়ে যাওয়া হল তমলুক আদালতের উদ্দেশ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে, ঠিক কী দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি নেতা নবারুণ নায়েক? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: কী কারণে ‘ফাউলাই’ ভাতা থেকে বঞ্চিত বন্ধ চা বাগানের শ্রমিকরা?
আসলে অসমে মোটা টাকার কম্বল সাপ্লাই হবে বলে জেনেছিলেন কলকাতার হাইল্যান্ড পার্ক এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দত্ত। তাঁকে মোট ৩৯ কোটি ৬০ লক্ষ টাকার কম্বল সরবরাহের বরাত দেওয়া হয়েছিল। সেই বরাত পাইয়ে দেওয়ার জন্য নবারুণ নায়েককে ১ কোটি ৬০ লক্ষ টাকার কমিশন দিতে হয়েছিল বলে অভিযোগ। তারপর তাঁর সাথে যোগাযোগ বন্ধ করে দেন নবারুণ। গত ১০ অক্টোবর ওই বিজেপি নেতা ও তার স্ত্রীয়ের বিরুদ্ধে তমলুক থানা এফআইআর দায়ের করেন বিশ্বজিৎ দত্ত। দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরে গতকাল সন্ধ্যায় গ্রেফতার করা হয় বিজেপি রাজ্য সম্পাদক নবারুণ নায়েককে। আজ তাঁকে নিয়ে যাওয়া হল তমলুক কোর্টের উদ্দেশ্যে।
দেখুন আরও খবর: