Placeholder canvas
HomeScrollজাল নোট সমেত কারবারি গ্রেফতার

জাল নোট সমেত কারবারি গ্রেফতার

গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ

কলকাতা: ফের জাল নোটের কারবারি গ্রেফতার (Arrest)। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে নারকেলডাঙ্গা থানা (Narkeldanga PS) এলাকা থেকে এক কুখ্যাত জাল নোট কারবারিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ (STF)। তার কাছ থেকে ১২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। ধৃতের নাম আলফাজ শেখ (২৩)। সে মালদার বৈষ্ণবনগর থানা এলাকার মোহনপুর গ্রামের বাসিন্দা। ধৃতকে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে তোলার কথা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাল নোটগুলি সবই ৫০০ টাকার। ২৪০০টি জাল নোট উদ্ধার হয়েছে। জাল নোটগুলি খুবই উন্নতমানের। পুলিশ কারবারিদের উপর নজর রাখছিল। অবশেষে অন্যতম মূল পাণ্ডা ধরা পড়েছে।

আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসার সিবিআই তদন্তে আপত্তি রাজ্যের

উল্লেখ্য, মালদার বেশি কিছু জাল নোট কারবারি সক্রিয়। এর আগেও অনেকে সেখান থেকে গ্রেফতার হয়েছে। প্রতিবেশী রাজ্য বিহারকে ব্যবহার করে জাল নোট কারবারিরা তাদের জাল ছড়ায়। তারা অনেক সময় ব্যবহার করে মুর্শিদাবাদ রুট।

আরও খবর দেখুন 

Visva-Bharati University | বিদ্যুৎ-এর মেয়াদ শেষ, বিশ্বভারতীতে 'স্বস্তি'

RELATED ARTICLES

Most Popular

Recent Comments