skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollএখনও পর্যন্ত কত আয় করল ‘স্ত্রী ২’?
Stree 2

এখনও পর্যন্ত কত আয় করল ‘স্ত্রী ২’?

একের পর এক নতুন রেকর্ড গড়ছে শ্রদ্ধা কাপুরের নয়া ছবি

Follow Us :

কলকাতা: একের পর এক নতুন রেকর্ড গড়ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমাটি। এবার আরও একটি নতুন মাইলফলক গড়ল ‘স্ত্রী ২’ (, Stree 2)। স্ত্রী ২-র কাছে ফিকে পাঠানের ক্যারিশ্মা! এই ছবি শাহরুখের পাঠানের বক্স অফিস কালেকশনের রেকর্ড ভাঙল শ্রদ্ধার স্ত্রী ২। বক্স অফিসে এখনও পর্যন্ত কত আয় করল স্ত্রী ২?  রবিবার শাহরুখের ছবিকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির তকমা পেল শ্রদ্ধার হরর-কমেডি স্ত্রী ২। শনিবার স্ত্রী ২ ছবিটির বক্স অফিস কালেকশন ভারতীয় বক্স অফিসে ৫১৬ কোটি ২৫ লাখ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। তবে রবিবার আরও ১০ কোটি ঘরে তোলার পর এটি বর্তমানে ৫২৭ কোটি টাকায় দাঁড়িয়ে আছে।

আরও পড়ুন: রণবীরের ‘রামায়ণ’-এ বড় চমক, বিশেষ ভূমিকায় বিগ বি!

অন্যদিকে পাঠান ছবিটি গত বছর বক্স অফিসে ৫২৪ কোটি ৫৩ লাখ টাকা আয় করেছিল ভারতীয় বক্স অফিসে। হিন্দি ছবির সর্বোচ্চ আয় করা ছবি হতে গেলে জওয়ানের ভারতীয় বক্স অফিস কালেকশনকে টপকাতে হবে। গত ২ সপ্তাহ ধরে স্ত্রী ২ বক্স অফিসে কোনও ছবির থেকে তেমন কম্পিটিশন পায়নি। ফাঁকা ময়দানে  দাপিয়ে বেড়াচ্ছে হরর কমেডি ঘরানার এই ছবিটি।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular