কলকাতা: কসবার ল কলেজের (Kasba Law College) মধ্যেই এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। যার বিরুদ্ধে মূল অভিযোগ সে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা তথা ওই কলেজের অস্থায়ী কর্মী। ইতিমধ্যেই সেই মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনার ছ’দিনের মাথায় কড়া পদক্ষেপ সরকারের। সাউথ ক্যালকাটা ল কলেজকে চিঠি দিল উচ্চ শিক্ষা দফতর (Strict Action WB Government)। চিঠিতে অস্থায়ী কর্মীকে বহিষ্কার, মূল অভিযুক্ত ‘এম’-কে বহিষ্কার এবং বাকি দুই পড়ুয়াকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই মূল অভিযুক্ত মনোজিত মিশ্রকে কলেজে থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
উচ্চ শিক্ষা দফতরের আধিকারিক একটি ইমেল পাঠিয়েছেন কলেজ পরিচালন সমিতির সভাপতিকে। চিঠিতে মূলত সাত দফা নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি দ্রুত কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে। অবলম্বে কলেজে বহিরাগতদের ঢোকা নিষিদ্ধ করতে হবে। অস্থায়ী কর্মী ‘এম’কে বহিষ্কার করতে হবে। একইসঙ্গে আরও দুই অভিযুক্ত পড়ুয়া ‘জে’ এবং ‘পি’-কে কলেজ থেকে বরখাস্ত করতে হবে। কলেজের নিরাপত্তায় নিযুক্ত সংস্থাকে শো-কজ করতে হবে। কলেজ ক্যাম্পাস ফাঁকা রাখা, সিসিটিভি ব্যবস্থা জোরদার করার পরামর্শও দেওয়া হয়েছে। কলেজের ‘ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি’ বা বিশাখা কমিটিকে বৈঠক ডাকতে হবে। এই নির্দেশিকার পরই সরকারি সূত্রে খবর, আগামী মঙ্গলবারই কলেজ পরিচালন সমিতির বৈঠক ডাকা হয়েছে।
আরও পড়ুন: কসবা কাণ্ডের জের, মনোজিতকে বরখাস্ত করল কলেজ কর্তৃপক্ষ
দেখুন ভিডিও