ওয়েবডেস্ক- উত্তর প্রদেশের (Uttarpradesh) ‘কাঁওয়ার’ যাত্রা (Kanwar yatra) ঘিরে এবার কড়া পদক্ষেপ নিল যোগী রাজ্যের (Yogi Government) পুলিশ। পুণ্যার্থীদের নিরাপত্তায় স্থানীয় পুলিশও তাদের পাশে হাঁটবে। পথে সিসি ক্যামেরা মোতায়েন করা থাকবে। সেইসঙ্গে নিশ্চিদ্র নিরাপত্তায় আকাশ পথে থাকবে ড্রোনের (Drone) নজরদারি।
কাঁওয়ার যাত্রা শিবের উপাসনা। প্রতি বছর এই তীর্থযাত্রার আয়োজন করা হয়। শ্রাবণ মাসে গঙ্গার পবিত্র জল এনে শিবকে উৎসর্গ করেন।
সূত্রে খবর, এই যাত্রায় শাহজানপুরের তীর্থযাত্রীরা ফারুখাবাদের পঞ্চাল ঘাট থেকে জল এনে গোল গোকরনাথের শিব মন্দিরে ‘জলাভিষেক’ করেন। প্রায় ১৬০ কিলোমিটার পথযাত্রা করেন তাঁরা। এই পথের প্রায় ১০০ কিলোমিটার অংশ শাহজাহানপুরের মধ্য দিয়ে যায়।
আরও পড়ুন- মঙ্গলবার বারাণসীতে অমিত শাহ-র বৈঠক, উপস্থিত যোগীও
সেখানেই জেলা পুলিশ নিরাপত্তা ব্যবস্থার থাকবে। কোথায় কোথায় ক্যামেরা স্থাপন হবে, সেই স্থানগুলিকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। ড্রোন ক্যামেরাগুলিও রিয়েল টাইমে পুরো রুট পর্যবেক্ষণ করবে। রুটের পাশে অবস্থিত প্রতিটি থানার বাইরে পুলিশ ক্যাম্প থাকবে। অতিরিক্ত নিরাপত্তার জন্য থাকছে পুলিশ রেসপন্স রেসপন্স ভেহিকেলস (পিআরভি)।
কাঁওয়ার তীর্থযাত্রীদের নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চায় না যোগী রাজ্য। একটি ট্র্যাকিং গাড়িও অনুরোধ করা হয়েছে। সেটিও শীঘ্রই সরবরাহ করা হবে খবর৷ এই রুটে কঠোরভাবে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে, কারণ এই অংশটি দুর্ঘটনা প্রবণ। সমস্ত গাড়ির চালককে ট্রাফিক মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে বিহারে কানওয়ার যাত্রীদের গাড়ির সঙ্গে ওভারহেড তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৯ জন পুণ্যার্থীর।
দেখুন আরও খবর-