কলকাতা: আরজি কর (RG Kar Hospital) আবহেই পুলিশ (Police) ও সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য কড়া নির্দেশিকা (Guideline)। “চাকরিতে ফাঁকি না দিয়ে কাজে মন দিন।” “অফিস চলাকালীন নিজেদের কাজ, দায়িত্বের ওপরই মনোনিবেশ করুন। স্বচ্ছ ভাবে, শৃঙ্খলা পরায়ণভাবে অফিস টাইমে কাজ করতে হবে।” “অকারণে না জানিয়ে অনুপস্থিত থাকলে, সরকারি কাজে কোনও গাফিলতি বা গড়িমসি করলে তা সার্ভিস রুল অমান্য করছেন বলে দেখা হবে।”
পুলিশকে কড়া নির্দেশিকা মুখ্য সচিবের। পুলিশের পাশাপাশি রাজ্যে সব দফতরের সচিব ও জেলাশাসকদেরও এই নির্দেশিকা দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। নির্দেশিকার কপি দেওয়া হল কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকেও। লোকসভা ভোট ও উপনির্বাচনের জন্য বহু উন্নয়নমূলক কাজ ব্যাহত হয়েছে। গ্রামউন্নয়ন,শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সহ একাধিক সরকারি প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে। সেই কথাও মনে করানো হলো নির্দেশিকায়।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে রবিবার সারা বিশ্বে প্রতিবাদ
আরও খবর দেখুন