কলকাতা: বেআইনি বালি (Sand) খাদান, বেআইনি পাথর (Stone) খাদান নিয়ে কড়া বার্তা নবান্নের (Nabanna)। বেআইনি বালি খাদান, পাথর খাদান বন্ধ করতে হবে। বেআইনি ভাবে যারা এই ধরনের কাজ করছেন অবিলম্বে পদক্ষেপ করতে হবে। রাজ্য পুলিশের ডিজির উপস্থিতিতেই মুখ্যসচিবের কড়া নির্দেশ জেলাশাসক, পুলিশ সুপারদের।
অভিযোগ, নদীর বাঁধ থেকে বেআইনি ভাবে বালি তুলে নেওয়া হচ্ছে। নদীগুলোর উপর ফ্লাইওভারগুলোর পিলারের নীচ থেকে বালি তুলে নেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসছে। তা বন্ধে করা পদক্ষেপ করতে হবে। জেলাশাসক পুলিশ সুপারদের কড়া নির্দেশ মুখ্য সচিবের। এদিন সকালে প্রায় দেড় ঘন্টা ভার্চুয়ালি বেআইনি বালি খাদান পাথর খাদান নিয়ে বৈঠক করেন মুখ্য সচিব।
আরও পড়ুন: বচসা থেকেই মারধোর? ইছাপুরে মর্মান্তিক মৃত্যু যুবকের
দেখুন অন্য খবর: