হুগলি: আরজি কর হাসপাতালে (RG Kar Medical College Incident) ট্রেনি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদের আঁচ হুগলিতে। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে (Imambara District Hospital Hooghly) চিকিৎসক নার্সরা এই ঘটনার প্রতিবাদে কালো ব্যাচ পড়ে পরিষেবা চালু রাখেন। ৪৮ ঘন্টায় দোষীরা ধরা না পড়লে শুধু জরুরি পরিষেবা চালু রেখে সব বন্ধ হবে। হাসপাতালে জুনিয়র ডাক্তাররা বলেন,কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে যদি এই অবস্থা হয় তাহলে জেলার হাসপাতালগুলোর কি অবস্থা হতে পারে!নিরাপত্তার অভাব বোধ করছি।
এক জুনিয়র চিকিৎসক দীপান্বিতা দাস বলেন,মহিলা হিসেবে আমরা খুব ভয়ে রয়েছি। আরজি করে যেটা হয়েছে সে ঘৃণ্য ঘটনা। এত বড় হাসপাতালে যদি এই ঘটনা ঘটতে পারে জেলা গ্রামীণ হাসপাতালগুলো কি অবস্থা হতে পারে সহজেই অনুমেয়। এখানে নিরাপত্তা বলে কিছুই নেই।আমরা বিভিন্ন জেলা থেকে পড়তে আসি।বাড়ি ঘর ছেলে হোস্টেল হসপিটাল ওয়ার্ডে আমরা পরে থাকি সেখানে যদি আমাদের নিরাপত্তা না থাকে তাহলে এর থেকে বড় প্রশ্ন আর কি হতে পারে। মহিলা স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা দিতে হবে। রাতে আমাদের কাজ করতেই হবে কিন্তু এই পরিবেশটাকে বদল করতে হবে। আজ জেলার হাসপাতাল গুলোয় কালো ব্যাচ পড়ে প্রতিবাদ করেন চিকিৎসকরা। চিকিৎসক সায়ন ঘোষ বলেন, আর জি কর কান্ডের তাড়াতাড়ি বিচার চাই,যে সত্যিকারের দোষী তাকে গ্রেফতার করা হোক।না হলে আগামী দিনে প্রতিবাদ চলবে