কলকাতা: ছাত্র সংসদের নির্বাচনের (Student Union Election) দিন ঘোষণা করলেন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পুজোর পরেই রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করার কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক জানান, এবার থেকে ছাত্র সংসদের নির্বাচনে মেয়েদের জন্য ৫৫ শতাংশ আসন রক্ষিত।
উল্লেখ্য, দীর্ঘ দিন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সাংসদ নির্বাচন হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার আওতায় থাকা কলেজগুলিতে ২০১৭, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-এ, যাদবপুরে ২০২০-তে ছাত্র নির্বাচন হয়েছিল। তার পর থেকে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সাংসদ নির্বাচন হয়নি। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, আমি মনে করি ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। এখন তো সিস্টেম চেঞ্জ হয়েছে। আমি বলব, পুজোটা হয়ে যাক। তার পর একটা সময় দেখে ছাত্র সংসদ নির্বাচনগুলো আস্তে আস্তে করিয়ে দেব।
আরও পড়ুন: মমতার মন্তব্যের বিরুদ্ধে শাহকে চিঠি সুকান্তর
অভিষেক বললেন, আগামিদিনে ছাত্র সংসদ নির্বাচন হবে। তখন মেয়েরা ৫৫ শতাংশ আসনে লড়াই করার সুযোগ পান, সেটা সুনিশ্চিত করব। ৫০ শতাংশ নয়। ৪৫শতাংশ পুরুষের হলে, মেয়েদের ৫৫ শতাংশ। এরপরই তিনি বলেন, ‘হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো।
অন্য খবর দেখুন