কলকাতাঃ দুই বাসের রেষারেষির মুখে পড়ে প্রাণ গেল এক স্কুল পড়ুয়ার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সল্টলেক ২ নম্বর গেটের সামনে। ফের প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের ভূমিকা।
আরও পড়ুন: আবগারি মামলায় ইডিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে কেজরিওয়াল
জানা যাচ্ছে, বেলা সাড়ে ১১টা নাগাদ স্কুল ছুটির পর তৃতীয় শ্রেণীর এক ছাত্র তার মায়ের সঙ্গে বাড়ির পথে যাচ্ছিল। সেই সময় দু’টি বাস রেষারেষি করছিল। দু’টি বাসের মধ্যে একটি বাস পিষে দেয় ওই পড়ুয়াকে। সল্টলেক-হাওড়া রুটের বাস চাকার তলায় পিষ্ট হয়ে মারা যায় ওই পড়ুয়া। তারপরই উত্তাল হয় গোটা এলাকা। স্থানীয়রা ভাঙচুর চালায় দু’টি বাসেই। করেন রাস্তা অবরোধ। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বাইপাস। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন পুলিশ। কিন্তু পুলিশের বাঁধাকে অগ্রাহ্য করেই চলে বিক্ষোভ। দফায় সফায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ চালাতে থাকেন। তবে জানা যাচ্ছে, আপাতত বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে আলোচনায় বসার জন্য রাজি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রুটে কে আগে পৌছবে তার জন্য দু’টি বাস রেষারেষি করছিল। তখনই ওই পড়ুয়া স্কুল ছুটির পর মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল। সল্টলেক-হাওড়া রুটের একটি বাস নজর না দিয়েই সোজা এসে ধাক্কা মারেন স্কুল পড়ুয়াকে। স্কুল পড়ুয়া ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তড়িঘড়ি পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
দেখুন অন্য খবরঃ