ব্যারাকপুর: ব্যারাকপুরে (Barrackpore) একটি বেসরকারি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের একটি গবেষণাগারে (Laboratory) প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় অগ্নিদগ্ধ একজন ছাত্র। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বারাকপুরের সদর বাজার এলাকায় একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণীর ছাত্র সৌভিক বিশ্বাস শুক্রবার কেমিস্ট্রি ক্লাসে ল্যাব প্র্যাকটিক্যাল করার সময় কেমিক্যাল থাকা টেস্ট টিউব বিস্ফোরণ ঘটে যায়। তার গায়ে এসে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। সৌভিকের শরীরের নীচের অংশে এসে পড়ে কেমিক্যাল সহ আগুন। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, আগুন লাগার পর সেই ছাত্র স্কুলে ছোটাছুটি করতে থাকে। কিন্তু ল্যাব টেকনিশিয়ান এবং স্কুল কর্তৃপক্ষ কোনওরকম সাহায্য করতে আসেনি। সেই ছাত্রকে বেলঘরিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। এবং বাড়ির লোককে বলে তেমন কিছু হয়নি । পরিবারের আরও দাবি, তার ছেলেকে দেখতে চাইলে মাকে দেখতে দেওয়া হয়নি। এরপর ব্যারাকপুরের কল্যাণী হাইরোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয়। তার পায়ের উপরের অংশে অনেকটাই চামড়া উঠে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি করে পরিবার। স্কুল কর্তৃপক্ষের অবশ্য দাবি, তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছিল।
আরও পড়ুন: মুকুল রায়ের শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি