কলকাতা: বুধবার সুপ্রিমকোর্টে আরজি কর ঘটনার (RG Kar Case) শুনানির দিন। বিশেষ কারণে এদিন শুনানি স্থগিত রাখে শীর্ষ আদালত। সকালের বদলে দুপুর তিনটে থেকে শুনানি। ঘটনার প্রতিবাদে ত্রিধারা সম্মেলনীর সামনে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলার অপরাধে নয় জন ছাত্রছাত্রীকে গ্রেফতার করেছিল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। গ্রেপ্তার করার অনেকদিন পরে কেস চালু হয়।
দুর্গাপুজোর অষ্টমীর দিন আদালতের কাছে আবেদন করে অভিযুক্তরা। নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে তাদেরকে জামিনে মুক্ত করে কলকাতা হাইকোর্টের পুজা অবকাশকালীন বেঞ্চ। সেই জামিন আজ কনফার্ম করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আপাতত এখন মামলা চলবে। যেহেতু অবকাশকালীন বেঞ্চ থেকে জামিন মঞ্জুর হয়েছিল সেই কারণে রেগুলার বেঞ্চ থেকে জামিন কনফার্ম করানো হল।\
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলিতে প্লাস্টিক ব্যবহার বন্ধে কড়া পদক্ষেপ নিল ইউজিসি
গত ৯ অক্টোবর কলকাতার ত্রিধারা সম্মিলনীতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলার কারণে রবীন্দ্র সরোবর থানা সেখান থেকেই গ্রেপ্তার করে নয় জন ছাত্র-ছাত্রীকে। এরপর অভিযোগ তাদের গ্রেফতারের প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা পরে কেস চালু করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। পরের দিন তাদেরকে নিম্ন আদালতে তোলা হলে নিম্ন আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে দেয়। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের পুজা অবকাশকালীন বিশেষ বেঞ্চ বসিয়ে আবেদন করেন আবেদনকারীরা।
বিচারপতির শম্পা সরকার তাদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।সেই অন্তর্বর্তী জামিন আজ বুধবার রেগুলার বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কনফার্ম করলেন। আগামী ৬ সপ্তাহ পর রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি। ফের ১০ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
দেখুন আরও খবর: