কলকাতা: শিক্ষক দিবসে (Teachers Day) রাজ্যের ১৬ লক্ষ ছাত্রছাত্রীকে মোবাইল (Mobile) বা ট্যাব (Tab) কেনার অর্থ দেবে রাজ্য সরকার। ২০২০ সালে করোনা ভাইরাসের সংক্রমণের সময় যে লকডাউন হয়েছিল তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পথ সুগম করতে তাদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে করোনা পরিস্থিতি চলে গেলেও রাজ্য সরকারের তরফে উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের এই সুবিধা চালু রয়েছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠান হবে। সেখানে তিনি প্রতীকীভাবে ছাত্রছাত্রীদের এই অর্থ তুলে দেবেন। ওই দিনই রাজ্য সরকার ১৬ লক্ষ অ্যাকাউন্টে ট্যাব কিংবা মোবাইল কেনার অর্থ বাবদ ১০ হাজার টাকা করে পাঠাবে। এই উদ্যোগটি মূলত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই অর্থ দেওয়া হচ্ছে। এর মধ্যে সরকারি এবং সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে। মাদ্রাসা ও সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও এই সুবিধা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে
আরও খবর দেখুন