কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে ছাত্রছাত্রীরা অনশনে বসলেন। ঠিক মতো ক্লাস না হওয়া, পরীক্ষায় নম্বর দেওয়ার ক্ষেত্রে অসঙ্গতির অভিযোগ বিভাগীয় প্রধান অধ্যাপক সান্ত্বন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপাচার্য জরুরি বৈঠক ডাকলেও সেই বৈঠকে সান্ত্বন চট্টোপাধ্যায় অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ। পড়ুয়ারা তারপর নিজেদের সমস্যাগুলি নিয়ে বিভাগে অনশন শুরু করেছেন। তাঁদের দাবি, অবিলম্বে ওই সমস্যা মেটাতে হবে।
ঠিক কী কী অভিযোগ ও দাবি? সেমিস্টার জুড়ে নম্বর দেওয়ার ক্ষেত্রে অসঙ্গতি, প্রফেসর সান্ত্বন চট্টোপাধ্যায়ের সহায়তায় বহিরাগত সদস্যদের দ্বারা ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া, গেস্ট ফ্যাকাল্টি নিয়োগ কেলেঙ্কারি, পড়ুয়াদের মানসিক হয়রানি করার জন্য অধ্যাপক সান্ত্বন চট্টোপাধ্যায় এবং অধ্যাপক সুমন্ত বন্দোপাধ্যায়ের কাছ থেকে নিঃশর্ত ক্ষমা দাবি, পরীক্ষার প্রশ্নপত্র অবিলম্বে সমাধান এবং পর্যালোচনা, বিভাগীয় প্লেসমেন্ট সেল অবিলম্বে স্থাপন। তবে এই বিষয়ে সান্ত্বনবাবুদের বক্তব্য জানা যায়নি।