কলকাতা: কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College) বর্বরোচিত ঘটনার প্রতিবাদে পথে নামলেন জলপাইগুড়ি (Jalpaiguri) সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ও অধ্যাপকেরা। বুধবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল জলপাইগুড়ির শহর পরিক্রমা করে। মিছিল থেকে একটাই দাবি ওঠে, জাস্টিস ফর আরজিকর। ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। শহর পরিক্রমার পর মিছিলটি আবার কলেজ ক্যাম্পাসেই এদিন শেষ হয়।
এদিকে কাকদ্বীপে শুরু হল রাতের পথ দখল। মিছিল শেষে প্রতিবাদীরা কাকদ্বীপ চৌরাস্তা মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর বসে তিলোত্তমার বিচারের দাবিতে স্লোগান দেওয়া শুরু করে। প্রতিবাদীদের কণ্ঠে একটাই আওয়াজ, জাস্টিস ফর আরজি কর। চৌরাস্তা মোড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানালেন প্রতিবাদীরা।
আরও পড়ুন: ডাক্তারদের নিরাপত্তার জন্য কী পদক্ষেপ হয়েছে, রিপোর্ট চাইল কেন্দ্র
আরও খবর দেখুন