নয়াদিল্লি: আইফোন সিরিজ (I Phone Series) ১৬ ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছে। একটি সাম্প্রতিক সমীক্ষায় প্রকাশিত হয়েছে যে আইফোন ১৬ কেনার সামর্থ্যের জন্য বিভিন্ন দেশের লোকেদের কতক্ষণ কাজ করতে হয়। বিশ্বের কিছু অংশে এটি মাত্র কয়েক দিনের কাজের ব্যাপার। কিন্তু, ভারতে গড়ে তা এক মাসেরও বেশি সময় নেয় বলে দাবি করা হয়েছে।
বিভিন্ন দেশে গড় দৈনিক মজুরির সঙ্গে একটি আইফোন ১৬ প্রো (১২৮ জিবি) দামের তুলনা করে সুইজারল্যান্ডের লোকেদের নতুন ফোন কেনার সামর্থ্যের জন্য মাত্র চার দিন কাজ করতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে এটির জন্য সঞ্চয় করতে ৫.১ দিন কাজ করতে হবে। অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর খুব বেশি পিছিয়ে নেই। ডিভাইসটি কেনার জন্য তাঁদের ৫.৭ দিনের কাজ প্রয়োজন। ভারতে পরিস্থিতি একেবারেই ভিন্ন। এখানে একজনকে গড়ে আইফোন ১৬ কেনার জন্য ৪৭.৬ দিন কাজ করতে হবে। এটি মজুরির তুলনায় এখানে সবচেয়ে ব্যয়বহুল কেনাকাটার মধ্যে একটি।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনশনে বসলেন, কিন্তু কেন?
আরও খবর দেখুন