কলকাতা : পুজোতে কোন অভিনেত্রী কী সাজবেন তার দিকে নজর থাকে সকলের। পুজোর আগেই নতুন লুকে দেখা গেল শুভশ্রী গাঙ্গুলিকে (Subhashree Ganguly)। সুফন শাড়িতে অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। পাতলা শিফন শাড়িতে যেভাবে নিজের কার্ভ ফ্লন্ট করেছেন। তা সত্যিই প্রশংসা করার মতো।
আরও পড়ুন: দেবকে চোখে হারাচ্ছে টেক্কার এই অভিনেত্রী
গত অগস্ট মাসে মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত বাবলি। এই ছবিতে বাবলির ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এর মধ্যেই সুন্দর একটি লুকের ছবি সোশ্যালে শেয়ার করেছেন অভিনেত্রী। সেই ছবিতে অভিনেত্রীকে সিফন শাড়িতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। চোখ সরছে না শুভশ্রীর দিক থেকে। পাতলা শাড়িতে এরকম বোল্ড লুকেও যে শুভশ্রী সত্যিই অসাধার। সি গ্রীণ রঙের শাড়িতে নজরকাড়া লাগছে তাঁকে। সি গ্রীণ শাড়িতে সোনালি বর্ডার। সঙ্গে ব্যাকলেস ব্লাউস। শাড়ি পরে এক একটি কিলার পোজ দিয়েছেন। যাতে তাঁর ফিগার ভালোভাবেই হাইলাইট হয়েছে। অভিনেত্রীর এক্সপ্রেশনও দেখার মতো।
অন্য খবর দেখুন