কলকাতা: গত বছর নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। মেয়ের জন্মের দু’মাসের মাথায় শ্যুটিং ফ্লোরেও ফেরেন নায়িকা। ছেলে ইফভানের জন্মদিনে মেয়ে ইয়ালিনির ছথবি প্রকাশ্যে আনেন শুভশ্রী। ইউভানকে বহুবার বাবা-মায়ের শ্যুটিং ফ্লোরে দেখা গিয়েছে। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেই শুভশ্রী জানিয়েছেন দুই সন্তান আসলে কেমন? ইউভান আর ইয়ালিনির স্বভাব প্রসঙ্গে দুটি ডাইনোসরের ছবি দেন শুভশ্রী। তাঁর প্রথম সন্তান এক্কেবারে শান্তশিষ্ট ছোট্টটি বেজায় দুষ্টু।
আরও পড়ুন:‘তালমার রোমিও জুলিয়েট’-এ সাহসী হিয়া
এবার মায়ের সঙ্গে শ্যুটিংয়ে গেল ইয়ালিনি (Subhashree Daughter Yaalini)। মেকআপ রুমের একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। মায়ের মেকআপের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিল ইয়ালিনি। ব্রাশ ধরে চলল তাঁর কারনামা। মেয়ের সেই মিষ্টি ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন শুভশ্রী। পরনে সাদা হার্ট ইমোজি আঁকা গোলাপি কো-অর্ড সেট। চুলে মিষ্টি ঝুঁটি আর পায়ে সাদা জুতো, মায়ের কোলে ইয়ালিনিকে। নেটিজেনরা এই ছবি দেখে ইয়ালিনিকে ‘খুদে হিরোইন’ এর তকমা দিল।
View this post on Instagram
অন্য খবর দেখুন